দিলদার আহমেদ সেলিমের মালিকানাধীন আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আজ রবিবার আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করছে। গোয়েন্দারা আপন জুয়েলার্সের নথিপত্রের সাথে তাদের দোকানে স্বর্ণের পরিমাণ মিলিয়ে দেখবেন। গুলশানের সুবাস্তু টাওয়ারে অবস্থিত আপন জুয়েলার্সটির শাখা বন্ধ থাকায় সেটি সিলগালা করে দেয়া হয়েছে বলে জানা যায়।
শুল্ক গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে জানায়, বনানীতে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে শাফাত আহমেদের ‘অসদুপায়ে অর্জিত টাকা’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। আজকের অভিযানে স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস ও পরিশোধযোগ্য শুল্কের হিসাব মিলিয়ে দেখবে শুল্ক গোয়েন্দারা। এদিকে বনানীর সেই রেইন ট্রি আবাসিক হেটেলে শুল্ক গোয়েন্দাদের দল অভিযান চালিয়ে একটি কক্ষে ১০ বোতল মদ পেয়েছে।