বনানীতে ধর্ষন মামলায় সাফাত ৬ ও সাকিফ ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বনানীর রেইন ট্রি হোটেলে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষনের মামলায় সাফাতকে ৬ দিনের ও সাকিফকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে লন্ডন প্রবাসী একজনের বাড়ী থেকে গ্রেপতার করা হয়। আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

আজ বিকালে মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাফাতকে ৬ দিনের ও সাকিফকে ৫ দিনের রিমান্ড অনুমোদন করেন। উল্লেখ্য গত ২৮ মার্চ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বনানীর রেইন ট্রি হোটেলে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় গত ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের শিকার একজন আপন জুয়েলার্সের মালিক ধনাঢ্য ব্যবসায়ী দিলদার হোসেন সেলিমের পুত্র সাফাত আহমেদ, সাদমান সাকিফ, ই-মেকার্স বাংলাদেশের মালিক নাঈম আশরাফ, সাফাতের দেহরক্ষী আজাদ ও সাফাতের গাড়িচালক বিল্লালকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *