খালেদা জিয়া আজ বিকালে ভিশন-২০৩০ উপস্থাপন করবেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ বিকালে ভিশন-২০৩০ উপস্থাপন করার কথা রয়েছে। বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামীলীগ দুই দুইবার রুপকল্প প্রকাশ করেছে। প্রথমে ২০০৮ সালে নির্বাচনকে ঘিরে রুপকল্প -২০২১ প্রকাশ করে। রুপকল্প ২০২১ এ মুল বিষয় ছিল ডিজিটাল বাংলাদেশ। এ রুপকল্প তরুন সমাজের মাঝে ব্যপক সারা ফেলে। ফলে ২০০৮ সালের নির্বাচনে বিপুল সখ্যা গরিষ্টতা নিয়ে সরকার গঠন করে আওয়ামীলীগ। ২০১৪ সালে নির্বাচনের পূর্বে আওয়ামীলীগ আবার রুপকল্প ২০৪০ ঘোষনা করে। এটিও দেশবাসীর মাঝে বেশ জনপ্রিয়তা পায়।
অপরদিকে বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ গঠনমূলক তেমন কোন কর্মসূচী আসছে না। দলটি শুধু আওয়ামীলীগের বিরুধীতা করে চলেছে। আর আওয়ামীলীগ বিরুধী কর্মসুচীই দিয়ে যাচ্ছে। তবে এই কর্মসূচীতেও জনগনের সারা পাচ্ছে না। সময় অনেক গড়িয়ে গেছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে এ বাস্তবতা বিএনপি বুঝতে পেরেছে। আর এ বাস্তবতাকে সামনে রেখে বিএনপি আজ ভিশন-২০৩০ ঘোষনা করতে যাচ্ছে।