রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে ২ ছাত্রীকে ধর্ষনে অভিযুক্ত সাফায়েতের বাসায় পুলিশের অভিযান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে আটকে রেখে দুই ছাত্রীকে ধর্ষনের অভিযোগের মামলায় ধনাঢ্য ব্যবসায়ী দিলদার হোসেন সেলিমের পুত্র সাফায়েতের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাফায়েতকে না পেয়ে তার বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে গুলশানের ৬২ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
ওই ছাত্রীদ্বয় অভিযোগ করেছেন, গত ২৮শে মার্চ রাতে কৌশলে তাদেরকে বনানীর কে ব্লকের ২৭ নম্বর রোডের দি রেইন ট্রি হোটেলে এনে সারারাত আটকে রেখে ধর্ষন করেছে সাফায়েত ও তার বন্ধু নাঈম আশরাফ। বনানী থানায় করা এ মামলায় ৫ জনকে আসামি করা হয়। অভিযুক্তরা হলে- সাফাত আহমেদ, একুশে টেলিভিশনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাইম আশরাফ, পিয়াকো রেস্টুরেন্টের মালিক সাদনান সাকিফ, সাফাত আহমেদের দেহরক্ষী ও তার গাড়িচালক বিল্লাল। গত ৬ মে এ ঘটনায় ভুক্তভোগী দুই ছাত্রী থানায় মামলা করেন। পরে ৭ মে রবিবার দুই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়। আসামীরা অত্যান্ত প্রভাবশালী ও এখনো গ্রেপতার না হওয়ায় ভুক্তভোগীরা আতংকগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন।