যশোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ জন নিহত, ৪৫ জন আহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ দুপুর ১টার সময় যশোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে স্বামী-স্ত্রীসহ ৬ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে। আহত যাত্রীরা জানিয়েছেন, চালকের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মাগুরা সদরের রামচন্দ্রপুর গ্রামের অরবিন্দু কুমার রায় (৫২) ও তার স্ত্রী ইতি রানী রায় (৪৫), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের তারাপদ বিশ্বাসের ছেলে রামপ্রসাদ বিশ্বাস (৪২) ও যশোর সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের লোকমান হোসেনের স্ত্রী রিজিয়া খাতুন (৩৫)। নিহত বাকী দুই জনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নিয়ে আসে।