অন্তর্বাস খুলে পরীক্ষায় বসার নির্দেশ দিল নিরাপত্তা কর্মীরা
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
এক পরীক্ষার্থীকে অন্তর্বাস খুলে পরীক্ষায় বসতে নির্দেশ দিলেন নিরাপত্তারক্ষীরা। জিনসের বোতাম খুলে হলে ঢোকার নির্দেশ দেওয়া হয় আর এক ছাত্রীকে। এমবিবিএস ভর্তির জন্য রবিবার ভারতের ১০৪ শহরে পরীক্ষা ছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ।
পরীক্ষার হলে প্রবেশ করার সময় নিরাপত্তারক্ষীরা মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের দেহ তল্লাসী করেন। এ সময় হেনস্থার শিকার হন ১৮ বছরের এক ছাত্রী। ওই ছাত্রীর অন্তর্বাসে ধাতব হুক লাগানো ছিল। মেটাল ডিটেক্টরে তা ধরা পড়লে অন্তর্বাস খুলে পরীক্ষায় বসতে নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মানতে অস্বীকার করলে তাঁকে হলে ঢুকতে বাধা দেওয়া হয়। বাধ্য হয়ে অন্তর্বাস খুলে রেখে পরীক্ষা হলে প্রবেশ করেন তিনি।
জিনস পরে পরীক্ষা দিতে গিয়েছিল আরেকটি মেয়ে। প্যান্টে ধাতব বোতাম লাগানো ছিল। পকেটের ওপরও একটা বোতাম লাগানো ছিল। যে কারণে তাকে পরীক্ষার হলে ঢুকতে বাধা দেওয়া হয়। বোতাম খুলে রেখে এবং ব্লেড দিয়ে পকেটের ওপর বোতাম লাগানো অংশটুকু কেটে হলে ঢুকতে বলা হয় ওকে। ব্লেড দিয়ে বোতাম কেটে মেয়েটি পরীক্ষা হলে প্রবেশ করে। ওই কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে বেশ কিছু পরীক্ষার্থী এমন ঘটনার সম্মুখীন হন। ফুলহাতা জামা এবং হিল জুতো নিয়েও আপত্তি করেন নিরাপত্তারক্ষীরা।