জাপানের একটা দ্বীপে মহিলারা যাওয়া নিষেধ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জাপানে একটা দ্বীপ রয়েছে যেখানে মহিলাদের পা ফেলা একদম নিষেধ। ওকিনোশিমা নামে দক্ষিণ-পশ্চিম জাপানের এই দ্বীপটিকে ‘এতটাই পবিত্র বলে মানা হয়’ যে সেখানে শুধু পুরুষরাই যেতে পারবেন, মহিলাদের পা ফেলতেই দেয়া হয় না সেখানে।

এই দ্বীপটিতে একটি মন্দির রয়েছে যা সমুদ্রের দেবীর সম্মানে তৈরি। জাহাজের নিরাপদ যাত্রার জন্য এখানে নানা রকমের আচার অনুষ্ঠান পালিত হতো। এ দ্বীপকে কেন্দ্র করে এখনো নানা রকমের নিষেধাজ্ঞা চালু আছে। এ দ্বীপে মহিলারা যেতে পারবেন না। যে পুরুষরা যাবেন, তাদেরকেও প্রথমে উলঙ্গ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তা ছাড়া এ দ্বীপে যাবার বিবরণ তারা কাউকে কখনো বলতে পারবেন না বলে প্রতিজ্ঞা করতে হয়।

ওই দ্বীপের একজন কর্মকর্তা বলেন, এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হলেও এ নিষেধাজ্ঞা বলবৎ থাকব। ওই দ্বীপে যারা যাবেন তারা সেখান থেকে কোন স্মৃতিচিহ্ন নিয়ে আসতে পারবেন না। এমন কি একটি ঘাসের টুকরোও আনতে পারবেন না। এই দ্বীপকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার পরামর্শ দিয়েছে ইউনেস্কোর একটি উপদেষ্টা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *