সম্প্রতি পূর্ব আফগানিস্তানের নানগড়হরে ইসলামিক স্টেট (আইএস)-এর আস্তানায় গোপন হামলা চালিয়েছে আমেরিকা ও আফগানিস্তানের যৌথ বাহিনী। মার্কিন ও আফগান সেনা সূত্রে জানা যায়, আইএস এর অন্যতম মাস্টারমাইন্ড আব্দুল হাসিব সাম্প্রতিক এই হামলায় নিহত হয়েছেন । আফগানিস্থানে আইএস-এর প্রধান নেতা ছিলেন আব্দুল হাসিব। আইএস হাসিবের নেতৃত্বে সিরিয়া ও ইরাকেও বেশ কিছু জঙ্গি হামলা চালিয়েছিল বলে জানা যায়।
৮ মার্চে কাবুলের সেনা হাসপাতালে হামলার পিছনের মাষ্টারমাইন্ড ছিল এই হাসিবই। হাসপাতালে ওই হামলায় শতাধিক আফগান নাগরিক নিহত হয়েছিল। আফগানিস্তানের সামরিক সূত্র থেকে জানা যায়, গত ২৬ এপ্রিলের একটি যৌথ হামলায় আব্দুল হাসিব নিহত হয়েছে। গোপন এই অভিযানে অংশ নিয়েছিল ৫০ জন বিশেষ প্রশিক্ষিত মার্কিন সেনা এবং ৪০ জন আফগান কমান্ডো। এ অভিযানে আব্দুল হাসিবসহ ৩৫ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। আর এ অভিযানে ২ জন মার্কিন সেনাও নিহত হয়েছে বলে জানা যায়।