নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনয় কৃষ্ণ সভাপতি ও শামীম নেওয়াজ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ অত্যান্ত জমজমাট পরিবেশে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এ সম্মেলন উদ্ভোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি হিসাবে ছিলেন শিল্পমন্ত্রী ও আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আমির হোসেন আমু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মো: হারূন অর রশিদ, বিশেষ অতিথির আসনে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু(এমপি)।

আমির হোসেন আমু বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ না করে দেশের উন্নয়ন করা যায় না। ৫ তারিখের নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকটের সৃষ্টি হতো। খালেদা জিয়া দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে, শেখ হাসিনাকে হত্যা করতে ১৯ বার চেষ্টা করা হয়েছে।

সম্মেলনে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, নুরুল মজিদ হুমায়ুন (এমপি), সিরাজুল ইসলাম মোল্লা (এমপি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলাপরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, এড. রিয়াজুল কবির কাউসার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *