পৃথিবীতে আর মাত্র ১০০ বছর মানুষ বসবাস করতে পারবে- স্টিফেন হকিং
বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন পৃথিবীতে মানুষ আর মাত্র ১০০ বছর টিকে থাকতে পারবে। তিনি বলেন, ‘শিগগিরই নতুন আস্তানা খুঁজুন। পৃথিবীর দিন শেষ হয়ে এসেছে। অপেক্ষা আর ১০০ বছরের।’ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং বিবিসিতে একটি তথ্যচিত্রে এমনই শঙ্কার বাণী শোনালেন। তিনি দাবি করেন, যে ভাবে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাতে পৃথিবী আর বেশিদিন মানুষের বসবাসের যোগ্য থাকবে না। দ্রত মানব জাতির জন্য নতুন পৃথিবীর সন্ধান করতে হবে। আবহাওয়ার দ্রুত পরিবর্তন, বায়ুমণ্ডলে দূষণ, মহামারী, জনসংখ্যার বিস্ফোরণ— এ সবই পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তিনি মনে করেন। খুব তাড়াতাড়ি নতুন পৃথিবীর সন্ধান না পেলে মানুষের অস্তিত্ব আর সৌরজগতে থাকবে না বলেও দাবি করেছেন স্টিফেন।
তথ্যচিত্রে স্টিফেন দেখিয়েছেন, কীভাবে মানুষ পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অপরদিকে নাসার বিজ্ঞানীরা ইতিমধ্যে মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান করেছেন। মঙ্গলগ্রহ থেকে উপগ্রহের মাধ্যমে তোলা ছবি বিশ্লেষন করে দেখিয়েছেন, সেখানে নদী ছিল। বিজ্ঞানীরা অনুমান করছেন, সেখানে এক সময় প্রাণের অস্তিত্ব ছিল। বিজ্ঞানীরা মঙ্গলগ্রহকে পৃথিবীর মানুষের জন্য দ্বিতীয় পৃথিবী হিসাবে ভাবতে শুরু করেছেন।