চলচিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গননা কক্ষে মদ্যপ অবস্থায় শাকিব খান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

গতকাল এফডিসিতে অনুষ্ঠিত হয়ে গেল চলচিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে ওমর সানী ও অমিত হাসানকে হারিয়ে সভাপতি ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মিশা সওদাগর ও জায়েদ খান। তবে নির্বাচনকে ঘিরে সারাদিন নানা রকম উত্তেজনা ও নাটকিয়তা ছিল। বেশকিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

নির্বাচন শেষে রাতে ভোট গননা চলছিল। গননার সময় রাত ১টা ৩০ মিনিটের সময় মদ্যপ অবস্থায় শাকিব খান গননা কক্ষে ঢুকে পড়ে। তখন সেখানে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে শাকিব খানকে ধাওয়া করে সেখান থেকে বেড় করে দেওয়া হয়। শিল্পী সমিতির সাবেক এ সভাপতি শাকিব খান এক পর্যায়ে এফডিসি থেকে বের হয়ে যেতে বাধ্য হন। অনেকে শাকিবকে বের হয়ে যেতে বলে তার দিকে চেয়ার ছুড়ে মারে। এসময় নায়ক সাইমনের মাথায় গেটের বাঁশ পড়লে আঘাত পেয়ে আহত হন তিনি। শাকিবকে ধাওয়া করেন মিশা-জায়েদ প্যানেলের বেশ কয়েকজন নেতা কর্মী। তারপর মিশা পুলিশের সহায়তায় শাকিবকে তার গাড়িতে তুলে দেন। এ সময় কেউ কেউ তাঁর গাড়ির দিকে স্যান্ডেল ও ইট ছুঁড়ে মারে।

জানা যায়, সাধারন ভোটার হিসাবে শাকিব খান ভোট গননা কক্ষে প্রবেশ করতে পারেন না। পিছনের ছোট গেট দিয়ে তিনি ঢুকে পড়েন। একপর্যায়ে শাকিব খানকে ভোটকেন্দ্র থেকে বের করে আনেন মিশা সওদাগর। সাবেক সভাপতি নায়ক শাকিব খান শিল্পী সমিতি নির্বাচনে প্রকাশ্যেই সমর্থন দিয়েছেন ওমর সানি-অমিত হাসান প্যানেলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *