কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইব উদ্ভোধন করলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইব উদ্ভোধন করলেন। কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইব চালু হওয়ার ফলে পর্যটন শিল্পের ব্যপক প্রসার লাভ করবে বলে তিনি বলেন। সড়কটি বিশ্বের দীর্ঘতম সেন্ডি সমুদ্র সৈকত কক্সবাজার থেকে শুরু হয়ে সমুদ্রের তীর ঘেষে টেকনাফ পর্যন্ত চলে গেছে। সড়কটির এক পাশে রয়েছে নীল সমুদ্র আর অন্যদিকে আছে সবুজ পাহাড়। সড়কের দুই পাশ অত্যান্ত আকর্ষনীয় হওয়ায় প্রচুর পর্যটক আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১৯৯৯ সালে সড়কটির নির্মান কাজ শুরু হয়ে তিন ধাপে এর নির্মান কাজ শেষ হয়। সড়কটি ১৮ ফুট প্রসস্ত। শুরুতে এর নির্মান ব্যয় ধরা হয়েছিল ৪৫৬ কোটি টাকা। পরে এর প্রকল্প ব্যয় বেড়ে মোট খরচ হয় ১০৪০। এই প্রকল্পটি বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পটির কাজের সময় মাটি ধবসে সেনাবাহিনীর ৬ জন সদস্য মৃত্যুবরন করে। সড়কটি উদ্ভোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি পায়ে সফরসঙ্গীদের নিয়ে সমুদ্র সৈকতে হেটে বেড়ান। এ প্রকল্প চাড়াও আজ কক্সবাজারে আরও ৬টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন ও ৮টি প্রকল্পের বিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। শেষে কক্সবাজারে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় তার ভাষন দেবার কথা রয়েছে।