এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ ১০টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ।  সারা দেশে এক লাখ ৪ হাজার ৭৬১ জন জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে দেখা যায়, পাশের হার কিছুটা কমেছে। এবার মাধ্যমিকে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। আট বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল।

ফাইল ফটো

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ সকালে এ বসরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটসহ www.educationboardresults.gov.bd ঠিকানায় ফলাফল পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *