ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরনে নিহত অন্তত ৩৫
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইরানের এক কয়লা খনিতে বিস্ফোরনে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। আরও বহু লোক আহত হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, বৃহস্পতিবার গোলেস্তান প্রদেশের আজাদ শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরের একটি কয়লা খনিতে এই বিস্ফোরণটি ঘটে।
ভয়াবহ ওই বিস্ফোরণে খনিটির ভিতরে থাকা ৩৫ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন বলে ইরানের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী আলি রাবেই জানিয়েছেন। এখনও প্রায় ৪০ জন শ্রমিক বিধ্বস্ত খনিটির ভিতরে আটকে আছেন। তাঁদের উদ্ধার করার জন্য আপ্রান চেষ্টা চালানো হচ্ছে। তবে খনিটিতে বিষাক্ত গ্যাস থাকায় উদ্ধারকার্য কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানা যায়। ওই শ্রমিকরা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খনিটির মধ্যে প্রায় ১০০০ মিটারের একটি সুড়ঙ্গের মধ্যে আটকে আছেন। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত প্রায় ৬০০ মিটার পর্যন্ত এগোতে পেরেছে। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ওই সুড়ঙ্গের পাশেই আরেকটি সুড়ঙ্গ খোড়া হচ্ছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। প্রায় ৮০ জন শ্রমিক এখনও ওই খনিতে আটকে রয়েছেন বলে জানা যায়। সুত্রঃআল জাজিরা।