গুপ্তচরবৃত্তি করতে যেয়ে আইএস জঙ্গির প্রেমে পড়লেন এফবিআই এজেন্ট
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আমেরিকান সুন্দরী গুপ্তচরবৃত্তি করতে গিয়ে শত্রুর প্রেমেই রীতিমতো হাবুডুবু খেলেন। মার্কিন এফবিআই এজেন্ট ড্যানিয়েলা গ্রিন গুপ্তচরবৃত্তি করতে গিয়ে প্রেমে পড়লেন আইএস জঙ্গি ডেনিস কাসপার্টের। ঘটনা এমন পর্যায়ে পৌছে যে, ওই সুন্দরী রীতিমতো তুরস্কে পালিয়ে গিয়ে সেই জঙ্গিকে বিয়ে পর্যন্ত করে্ন। সেকান থেকে সিরিয়ায় যান।
আইএস জঙ্গিদের উপর চরবৃত্তি করতেন পেশায় এফবিআই ট্রান্সলেটর ড্যানিয়েলা। কিন্তু পেশাগত কাজের মাঝেই তিনি আইএস জঙ্গি ডেনিসের প্রেমে পড়ে যান। জার্মানির বাসিন্দা ড্যানিস কাসপার্ট ডেসো ডগ নামে পরিচিত ছিলেন। আর তিনি জাৰ্মানদের আইএস ভাবধারায় অনুপ্রাণিত করতেন। এই জঙ্গির প্রেমেই সব ছেড়ে তুরস্কে পালিয়ে যান ড্যানিয়েলা। ২০১৪ সালের জুন মাসে সেখানে গিয়ে জঙ্গিকে বিয়েও করেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই ভুল ভাঙে ড্যানিয়েলার। নিজের প্রাণ বাঁচিয়ে কোনওরকমে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে এসে এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেন তিনি। এরপর যাবতীয় তথ্য দিয়ে এফবিআইকে সাহায্যও করেন। এই ঘটনায় ড্যানিয়েলার ২৪ মাসের জেল হয়।