ভারতীয় ২ সেনার শিরচ্ছেদের বদলায় ৭ পাকিস্তানী সেনা হত্যা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সোমবার সকালে পাক বাহিনী মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে দুই ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছিল। তার জবাবে ২৪ ঘন্টার মধ্যেই তিন পাক সেনা ছাউনি ধ্বংস করল ভারতীয় সেনারা। গতকাল রাতে এক অপারেশনে ভারতীয় সেনারা এই প্রত্যাঘাত করে।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে পাক বাহিনী বিনা প্ররোচনায় ভারতীয় সেনাদের কৃষ্ণ ঘাঁটি সেক্টরকে লক্ষ্য করে ভারী মর্টার বর্ষণ করতে থাকে। এরপর দুই ভারতীয় জওয়ানকে হত্যা করে মুণ্ডচ্ছেদ করা হয়। হামলায় শহীদ হন বিএসএফ-এর ২০০ ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনার ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিৎ সিং। প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে, সম্ভবত কোনও ফাঁদে পড়ে নিয়ন্ত্রণরেখার কাছাকাছি পৌঁছেছিলেন দুই জওয়ান। আর তখনই পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়। ধারনা করা হচ্ছে সীমান্ত পাড় হয়ে প্রায় ২৫০ মিটার ভিতরে পাক বাহিনী প্রবেশ করেছিল। । এই হামলার পিছনে লস্করের হাত থাকতে পারে বলেও ভারতের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে। ভারত এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি এর সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানানো হয়। এরপরই সোমবার সন্ধ্যায়  সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত কাশ্মীরে পৌঁছান। সেখানে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাক বাহিনীকে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেয়েই বদলা নেয় ভারতীয় সেনারা। ঠিক যে অঞ্চল থেকে ভারতীয় বাহিনীর উপর হামলা চালানো হয়েছিল, সেই অঞ্চলেই পাল্টা আক্রমণ করা হয়। একই কায়দায় মর্টার বর্ষণ করে উড়িয়ে দেওয়া হয় তিন পাক সেনা ছাউনি। পাল্টা এ হামলায় ৭ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। সূত্রঃ সংবাদ প্রতিদিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *