কলিকাতায় আকাশ থেকে গরু পড়ে একজন আহত!

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রবিবার সকালে কলকাতার তিলজলা এলাকার ৪৩ বছর বয়সী আব্দুল মান্নান বাজারে গিয়েছিলেন শসা কিনতে। তিনি যখন নিচু হয়ে শসা দেখছিলেন, তখন তাঁর মাথায় এসে পড়ে ভীষণ ভারী কোনও বস্তু। তাতে তিনি পড়ে যেয়ে আহত হয়েছিলেন। চারদিকে তিনি রক্ত দেখতে পান। তারপরেই তিনি দেখতে পান আস্ত একটি বাছুর পড়েছে তাঁর মাথায়। ততক্ষনে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। প্রথমে একটি বেসরকারি নার্সিং হোমে এবং পরে তাকে সরকারী হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

কিন্তু আকাশ থেকে বাছুরটা পড়ল কীভাবে?

মান্নান যে বাড়ির সামনে শসা কিনতে দাঁড়িয়েছিলেন, সেই বাড়ীর চারতলার ছাদ থেকে ছয়মাস বয়সী ৮৫ কেজি ওজনের ওই বাছুরটি লাফিয়ে নীচে পড়ে যায়। ওই বাড়ীর এক ভাড়াটিয়া বাছুরটি রশি দিয়ে ছাদে বেঁধে রেখেছিল। রবিবার বাছুরটিকে গোসল করানোর সময় সে খেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। এক পর্যায়ে রশি ছিড়ে ছাদের দেওয়াল টপকে ৭০ ফুট নিচে পড়ে যায়। আর ঠিক সেইখানেই দাঁড়িয়ে ছিলেন আব্দুল মান্নান। তবে যে বাড়ি থেকে বাছুরটি লাফ দিয়ে পড়েছিল, সেই বাড়ির মালিক মি. মান্নানের চিকিৎসার খরচ দিয়েছেন। সুত্রঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *