উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাৎ করতে পারলে গর্ববোধ করবো-ট্রাম্প

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান মার্কিন-উত্তর কোরিয়া যুদ্ধাবস্থা উত্তেজনা স্বত্বেও কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারলে গর্ববোধ করবেন তিনি। সোমবার মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গকে মি. ট্রাম্প বলছেন, ”তাঁর সঙ্গে (কিম জং-উন) দেখা করার ব্যাপারটি যদি আমার জন্য যৌক্তিক হয়, তাহলে অবশ্যই আমি দেখা করবো। এটা আমার জন্য সম্মানেরও হবে।” একদিন আগেই কিমকে তিনি ‘যথেষ্ট চালাক ব্যক্তি’ বলে বর্ণনা করেছিলেন।

কিম সম্পর্কে কেমন ধারণা পোষণ করেন, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মানুষ বলছে, তার বিবেক আছে না কি? আমি মনে করি নেই। ট্রাম্প আরও বলেন, বাবা মারা যাওয়ার পর সে ২৬-২৭ বছরের যুবক ছিলো। আর তারপরও সে দেশটির ক্ষমতাবান জেনারেল ও অন্যান্য শক্তিশালী মানুষদের খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে।’ সূত্রঃ বিবিসি ও সিএনএন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *