মার্কিন নিউক্লিয়ার সাবম্যারিন ডুবিয়ে দেবার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন আবারও মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়ার হুমকি দিলেন। তিনি আমেরিকাকে হুঁশিয়ার করে বলেছেন, উত্তর কোরিয়ার জলসীমায় কোনও মার্কিন নিউক্লিয়ার সাবমেরিন প্রবেশ করলেই তা ধ্বংস করে দেওয়া হবে।
উত্তর কোরিয়ার সরকারী ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী কিম বলেছেন, ‘যে মুহূর্তে ইউএসএস মিশিগান কোরীয় জলসীমায় প্রবেশ করবে, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে রণতরীটিকে সমুদ্রের তলায় পৌঁছে দেবে। সেখানে ভূত হয়ে ঘুরে বেড়াবে জাহাজটি। কোনওদিন ভেসে উঠতে পারবে না।’
উল্লেখ্য কোরীয় উপদ্বীপে গাইডেড মিসাইল সমৃদ্ধ ইউএসএস মিশিগান অতি সম্প্রতি ইউএসএস কার্ল ভিনসনের সঙ্গে একযোগে টহল দিচ্ছে। উত্তর কোরিয়ার হুমকি, “নিউক্লিয়ার এয়ারক্রাফ্ট কেরিয়ার হোক বা নিউক্লিয়ার সাবমেরিন হোক, ওই রণতরীকে নেহাত ধাতুর টুকরোতে পরিণত করার ক্ষমতা রাখে উত্তর কোরিয়ার মিলিটারি। উত্তর কোরিয়ার নেতা কিম রবিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেওয়ায় ইউএসএস মিশিগানের উপর বেজায় চটেছেন। আর তারও আগে জাপানী রণতরীর সঙ্গেও যৌথ মহড়া দিয়েছে মার্কিন নৌবহর। তবে উত্তর কোরিয়ার কমিনিষ্ট মুখপত্রে বলা হয়েছে আমেরিকার এই পদক্ষেপ উত্তর কোরিয়াকে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারে বাধ্য করবে।