ট্রাম্পের সিরিয়া নীতিতে ক্ষুব্ধ মার্কিনবাসী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিনিরা ট্রাম্পের সিরিয়া নীতি নিয়ে অসন্তুষ্ট। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই সরাসরি যুদ্ধে যাওয়াটা মেনে নিতে পারছেন না। সংবাদ সংস্থা সিবিএস–এর সমীক্ষায় ধরা পড়ল এমনই চিত্র। এই সমীক্ষায় দেখা যায়, প্রতি ১০ জন মার্কিনবাসীর মধ্যে ৬ জন ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া নীতির বিরুদ্ধে। অর্থাৎ মাসের শুরুতে আসাদ বাহিনীকে গুঁড়িয়ে দিতে সিরিয়ায় যে ‘মোয়াব’ বোমা ফেলা হয়েছিল, সেই সিদ্ধান্ত কতটা ঠিক ছিল তা নিয়ে ধন্দে দেশের ৫৯ শতাংশ মানুষ। সরাসরি আক্রমম না করে অন্য পন্থা নেওয়া যেত বলে মত তাঁদের।
তবে চীনা সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে দেশের ১০ শতাংশ মানুষ ট্রাম্পের সিরিয়া নীতিতে ভরসা রাখছে। আমেরিকার অর্ধেকের বেশী মানুষ যুদ্ধপরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্টের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশের ৩৫ শতাংশ মানুষের মতে ট্রাম্প মার্কিন সসস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হওয়ার যোগ্য নন। ৪৬ শতাংশ অবশ্য তাঁর ওপর ভরসা রেখেছেন। ১৭ শতাংশ ধন্দে। নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে ক্ষমতায় এসেই অভিবাসী প্রবেশে লাগাম টেনেছেন ট্রাম্প। তাঁর এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ৪৬ শতাংশ মার্কিনবাসী। তাঁদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প হঠকারী সিদ্ধান্ত নিয়ে গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছেন। তবে ট্রাম্পের সপক্ষে মত দিয়েছেন ৩৬ শতাংশ মানুষ।