বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হবে ঝুলন্ত উড়াল সেতু
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশে এই প্রথম বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত হতে চলেছে ঝুলন্ত ফ্লাইওভার। ক্যাবলের মাধ্যমে পার হওয়া যাবে বুড়িগঙ্গা নদী। বৃহৎ একটি ফ্লাইওভারের ঝুলন্ত অংশটি বুড়িগঙ্গায় চতুর্থ সেতুর উপর দিয়ে চলে যাবে। পরিকল্পনা মাফিক এই সেতু তৈরি হলে যানজট নিরসনের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ বাড়বে বলে মনে করছেন পরিকল্পনাকারীরা। সরকারি অর্থায়নে নির্মিত হবে রাজধানীর শান্তিনগর থেকে ঢাকা–মাওয়া রোডের চুনকুটিয়া পর্যন্ত এই ফ্লাইওভার। ফ্লাইওভারটির একটি অংশ ঝুলন্ত অবস্থায় পাড়ি দেবে বুড়িগঙ্গা। মোট ১০ দশমিক ২৬৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির মধ্যে বুড়িগঙ্গার ওপরে পড়েছে এর ৪৪২ মিটারব্যাপী অংশ। নকশা অনুসারে বুড়িগঙ্গার দু’পাশে দু’টি করে মোট চারটি পিলার নির্মিত হবে। মাঝখানে আর কোনও পিলার থাকবে না। ক্যাবলের মাধ্যমে পিলার দু’টি আটকে রাখবে ফ্লাইওভারের ৪৪২ মিটার অংশ।
বুড়িগঙ্গার উপরের এই অংশটি হবে রাঙামাটির কাপ্তাই হ্রদের নয়নাভিরাম বহুরঙা ঝুলন্ত সেতুর মতো। ৪ লেন বিশিষ্ট ফ্লাইওভারটি নির্মিত হবে শান্তিনগর থেকে আরামবাগ, বিজয়নগর, নয়াবাজার, চতুর্থ বুড়িগঙ্গা সেতু ও কদমতলি ইন্টারসেকশন হয়ে চুনকুটিয়া পর্যন্ত। দুই লেনযুক্ত পাঁচটি আপ র্যাম্প ও পাঁচটি ডাউন র্যাম্প থাকবে। টোল প্লাজা হবে তিনটি। মূল ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে ১ হাজার ৫০৪ কোটি টাকা। জমি অধিগ্রহণ ও সংযোগ সড়কের ব্যয় ৪২২ কোটি টাকা–সহ প্রকল্পের মোট ব্যয় ১,৯২৬ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবার কথা রয়েছে।