উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আতঙ্কে জাপানের মেট্রো সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শনিবার টোকিওর আন্ডারগ্রাউন্ড মেট্রো সার্ভিস বেশ খানিকক্ষণ বন্ধ ছিল। উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আতঙ্কেই এদিন প্রায় ১০ মিনিট বন্ধ থাকে মেট্রো সা্র্ভিস। টোকিও মেট্রো সার্ভিসের কর্মকর্তা হিরোশি তাকিজাওয়া জানিয়েছেন, সাময়িকভাবে মেট্রো সার্ভিস বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার যাত্রী আতংষ্কিত হয়েছিলেন।
এদিন হঠাৎ সকাল ৬.০৭ থেকে ৬.১৭ পর্যন্ত মেট্রো সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অবশ্য পরে জানা যায় যে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপানকে লক্ষ্য করে ছোড়া হয়নি। তারপরই আবার মেট্রো সার্ভিস চালু করে দেওয়া হয়। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় উত্তর কোরিয়া ফের একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। ওই ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটারের বেশি যাত্রা করতে পারেনি বলে জাপান সরকারের মুখপাত্র জানিয়েছেন।