লন্ডনে ভয়াবহ জঙ্গি হানার ছক বানচাল, গ্রেপ্তার ৬

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডনকে রক্তাক্ত করার ভয়ানক পরিকল্পনা ভেস্তে দিল। নিরাপত্তারক্ষীরা গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে দু’টি জঙ্গি হামলার ছক বানচাল করেছে। ৬ সন্দেহভাজন জঙ্গিকে ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে হামলাকারী এক তরুণী।

শুক্রবার দুপুরে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে ছুরি নিয়ে ধরা পড়ে এক সন্দেহভাজন জঙ্গি। তার নাম খালিদ ওমর আলী। জানা যায়, তার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালানো। এরপর লন্ডন পুলিশের সশস্ত্র বাহিনী গোয়েন্দাদের দেওয়া গোপন খবরের উপর ভিত্তি করে শুক্রবার সন্ধ্যা সাতটায় উত্তর-পশ্চিম লন্ডনের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপতারকৃতদের মধ্যে ১৬ বছরের এক নাবালক রয়েছে। আর এক তরুণ ও তরুণীর বয়স ২০ বছর। এছাড়াও আরও একটি অভিযানে ৪৩ বছরের এক মহিলাকে কেন্টের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপতারকৃত ৬ জনই একই হামলার পরিকল্পনায় জড়িত ছিল। গ্রেপতারকৃত জঙ্গিরা আইএসের সাথে সংশ্লিষ্ট বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.