ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হয়ে করাচির একটি হাসপাতালে ভর্তি আছেন। একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। কেউ কেউ আবার দাবি করেছে, বাড়িতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্যারালাইসড হয়ে গিয়েছে দাউদ ইব্রাহিম। একেবারেই কাজ করছে না তার শরীরের ডান অংশ। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূলহোতাকে গত ২২ এপ্রিল ব্রেন টিউমারের অস্ত্রোপচার ব্যর্থ হওয়ায় আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবী করছে। তার অবস্থা শারীরিক নাকি প্রতিনিয়ত আরও অবনতি হচ্ছে।

তবে দাউদের ইব্রাহিমের অন্যতম শাগরেদ ছোটা শাকিল এই খবরের সত্যতা স্বীকার করেনি। তার দাবি পুরো খবরটাই ভুয়া। ডন সুস্থ অবস্থাতেই আছেন। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের করাচির অভিজাত এলাকা ক্লিফটনের একটি বিলাসবহুল বাড়িই দাউদের বর্তমান আস্তানা। আর এখান থেকেই নিজের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছে দাউদ ইব্রাহিম। দাউদ ইব্রাহিমের পরিবার ছোটা শাকিলের মতোই দাউদের অসুস্থতার খবর অস্বীকার করেছে। তাঁদের দাবি, পুরো খবরটাই মিথ্যে। এর আগে গত বছর দাউদের দুই পায়ে গ্যাংরিন হয়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। আর করাচির বাড়িতে রেখেই তার পরিচর্যা চলছে।

৬১ বছর বয়সি দাউদ ইব্রাহিম ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূলহোতা। আর দুই শাগরেদ টাইগার মেমন ও ইয়াকুব মেনন। মুম্বাইয়ের ওই বিস্ফোরণে ২৫৭ জন মারা গিয়েছিল। আর আহত হয়েছিল ৭১৭ জন । ওই ঘটনার পরই দাউদ ভারত ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। গত ২৩ বছর ধরে সেখান থেকেই নিজের সাম্রাজ্য চালাচ্ছেন ভারতের মোস্ট ওয়ান্টেড ডন। তবে পাকিস্তান বরাবরই দাউদের উপস্থিতি অস্বীকার করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *