বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতি শাকিব খানকে অনিদিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে

বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খানকে অনিদিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে। আজ থেকে চলচিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা শাকিব খানের কোন ছবির শুটিং কিংবা ডাবিংয়ে অনিদিষ্টকালের জন্য কাজ করবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। আজ এফডিসিতে বাংলাদেশ চলচিত্র পরিচালক সমিতির অফিসে এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। তবে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতি পরিচালক সমিতির এ সিদ্ধান্তে এখন পর্যন্ত একাত্মতা ঘোষণা করেনি।

চলচিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেছেন, শাকিব যদি আমাদের দেশের টেকনিশিয়ানরা ভাল কাজ করেন তা স্বীকার করেন তবেই আমরা তার ছবিতে কাজ করবো। এদিকে চলচিত্র পরিচালক সমিতির সিদ্ধান্ত অমান্য করে শাকিব খানের রংবাজ ছবিতে শুটিং করায় পরিচালক শামীম আহম্মেদ রনির সদস্য পদ বাতিল করেছে সমিতি। অপরদিকে রনি বলেছেন রংবাজ ছবি ঈদে আসবেই। পারলে কেউ ঠেকাক।