অষ্ট্রেলিয়া হাইকমিশনে হুমকিদাতা গ্রেপতার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এর সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ অস্ট্রেলিয়ান হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনকে ই-মেইলের মাধ্যমে হুমকি প্রদানকারী তৌসিফ হোসেন সীমান্ত (২৮)কে গ্রেফতার করেছে। তিনি একজন ফ্রিল্যান্স আলোকচিত্রী। গত বৃহস্পতিবার বিকালে রামপুরার বনশ্রীতে তার বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
তৌসিফ হোসেন সীমান্ত বেসরকারি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তার বাড়ি টাঙ্গাইলের দীঘলিয়ায়। রাজধানীর বনশ্রীতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি থাকতেন। তার বাবা অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, জনৈক নুরুল হক মুন্না নামের একজনকে ফাঁসানোর জন্য কৌশলে মুন্নার ব্যাংক একাউন্ট সংগ্রহ করে মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্ট উল্লেখ করে অস্ট্রেলিয়ান হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি প্রদান করেন তিনি।