শিবগঞ্জের জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু হয়েছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজ সকাল ৯টা থেকে পুনরায় অভিযান শুরু হয়েছে। সেখানে গোলাগুলি চলছে বলে জানা গেছে। আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। এলাকাটি ঘিরে ১৪৪ ধারা এখনো বলবৎ আছে। নিরাপত্তার কারনে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় লোকজন আস্তানা থেকে বিকট শব্দ ও গুলির শব্দ শুনেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে বোমা নিষ্কিয়কারী দল পৌছেছে।