বাংলাদেশ সফর বাতিল করেছে পিসিবি

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করেছে। আগামী জুলাই মাসে ৩টি ওয়ানডে এবং দুটি করে টেষ্ট ও টি-২০ খেলতে তাদের বাংলাদেশ সফর করার কথা ছিল। গতকাল দুবাইয়ে আইসিসির সভা শেষে পিসিবি সভাপতি ক্রিকিনফোকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। সফর বাতিলের কারন হিসাবে তিনি জানান পাকিস্তান পরপর ২ বার বাংলাদেশ সফর করেছে। তাই তৃতীয়বারও তারা বাংলাদেশ সফরে আসতে পারে না বলে তিনি ক্রিকইনফোকে জানান। সে জন্য তারা বাংলাদেশ সফর বাতিল করেছে। বিষয়টিকে তিনি ইগো হিসাবে নিয়েছেন।

উল্লেখ্য পাকিস্তানে অব্যহত সন্ত্রাসের কারনে বাংলাদেশসহ আইসিসির কোন সদস্য দেশ সেদেশে নিরাপত্তার কারনে সফর করতে রাজি হয়না। কয়েক বছর আগে শ্রীলংকা ক্রিকেট দল পাকিস্তান সফরে গেলে সেখানে তাদের উপর হামলা হয়েছিল। তারপর থেকে আর কোন দল পাকিস্তানে সফরে যাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ ২০০৭/২০০৮ সালে পাকিস্তান সফর করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *