ইসরায়িল সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সিরিয়ায় বাশার আল–আসাদ সরকারকে গুঁড়িয়ে দিতে সেদেশের রাজধানী দামাস্কাসে বিমান হামলা চালিয়েছে ইসরায়িল। বৃহস্পতিবার ভোরে দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দামাস্কাস এয়ারপোর্ট রোড লাগোয়া মেজেহ্ বিমান ঘাঁটির একটি অস্ত্র ভাণ্ডারে পরপর পাঁচটি বিমান হামলা ঘটিয়েছে তারা। ইরান লেবাননের হিজবুল্লা সংগঠনের হেফাজতে থাকা ওই অস্ত্র ভান্ডারটিতে অস্ত্রের জোগান দিত।আসাদ বাহিনীর পক্ষে যুদ্ধে নেমেছে রাশিয়া, ইরান ও লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লা। আসাদবাহিনীর হয়ে যুদ্ধে নেমেছে তাদের হাজার হাজার সেনা। বিমান হামলার জন্য লেবাননের সংবাদমাধ্যম ইজরায়েলকে দুষছেন। তবে ইসরায়িল বরাবরের মতো কোনও মন্তব্য করেনি। লেবাননের আল–মানার টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি হয়নি।
সিরিয়ায় ব্রিটেনের মানবাধিকার সংক্রান্ত নজরদারি সংস্থার প্রধান কর্মকর্তা রামি আব্দেল রহমান জানান, দামাস্কাসের ২৫ কিলোমিটার দক্ষিনে বিমানবন্দরটি অবস্থিত। কিন্তু রাজধানীর অভ্যন্তরেও বিস্ফোরণের তীব্রতা পৌঁছেছে। প্রচন্ড শব্দে সেখানকার মানুষের সকালে ঘুম ভেঙেছে। উল্লেখ্য ২০১১ সাল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধে প্রায় ৩ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।