অভিবাসন নিয়ে ফের আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে আদালতে আবার ধাক্কা খেলেন। তিনি গত জানুয়ারি মাসে বন্দর শহরগুলিতে বেআইনিভাবে বসবাসকারী অভিবাসীদের আর্থিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। মার্কিন জেলা আদালতের বিচারক উইলিয়াম ওরিক আপাতত স্থগিতাদেশ জারি করেন ওই নির্দেশের উপর।

বিচারক রায় দিতে গিয়ে বলেন, প্রেসিডেন্ট তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে নির্দেশ জারি করেছেন। এছাড়াও প্রাদেশিক সরকারগুলি যাতে অভিবাসীদের সাহায্য করতে না পারে তার জন্য সাংবিধানিক ক্ষমতার বাইরে গিয়ে চাপ সৃষ্টির চেষ্টা করেছেন। তবে হোয়াইট হাউজের আইনজীবী বলেন, প্রেসিডেন্ট সংবিধান মেনেই ওই নির্দেশ জারি করেন। বিচারক অবশ্য হোয়াইট হাউজের যুক্তি আমলে নেননি। বিচারক রায়ে বলেছেন, উচ্চ আদালতে যতদিন এই সংক্রান্ত মামলার শুনানী চলবে ততদিন পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। সূত্রঃ পিটিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *