সম্পূর্ন দেশীয় প্রযুক্তিতে রনতরী তৈরী করলো চীন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

চীন প্রথমবারের মত সম্পূর্ণ চিনা প্রযুক্তি ও দেশীয় যন্ত্রাংশে নির্মিত রণতরী নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করল৷ আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করছেন চিনের মহাগুরুত্বপূর্ণ জলসীমাকে সুরক্ষিত করতে ও দেশের প্রতিরক্ষা দপ্তরের সাফল্যকে আন্তর্জাতিক মহলের সামনে জানান দিতেই এই রণতরী প্রকাশ্যে প্রদর্শন করলো চীন৷

বুধবার মহা সমারোহে ৫০ হাজার টনের নয়া রণতরীটি যাত্রা শুরু করল চিনের উত্তরে দালিয়ান বন্দর থেকে৷ ২০১৩ সালে এই রণতরীটি নির্মাণের কাজ শুরু হয়৷ চীনা নৌসেনার হাতে আনুষ্ঠানিকভাবে এই রণতরী তুলে দেওয়া হবে ২০২০ সালের মধ্যে৷ তার আগে চলবে রুটিন মাফিক প্রক্রিয়া৷ চীনের পিপলস লিবারেশন আর্মির প্রতিষ্ঠা দিবসের মাত্র তিন দিনের মধ্য এই রণতরী উদ্বোধন করায় অনেকেই মনে করছেন, এর মধ্য দিয়ে চীন আন্তর্জাতিক মহলকে কড়া বার্তা দিল৷

এই নয়া রণতরীটির আদল সোভিয়েত কাজনেতসভ ক্লাস ডিজাইনের৷ অনেকটা মার্কিন নিউক্লিয়ার পরিচালিত রণতরীগুলির মতো এর কর্মদক্ষতা৷ অতন্দ্র প্রহরীর মতোই বিতর্কিত দক্ষিণ চিন সাগরে সজাগ থাকবে এই নয়া রণতরী৷ এরকমই আরও দুটি রণতরী তৈরির কাজ চলছে বলে জানা যায়৷ যার মধ্যে একটি ১ লক্ষ টনের মার্কিন রণতরী নিমিতজ ক্লাসকেও টক্কর দিতে পারবে৷ ওই রণতরীর ডেকে যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে ও জ্বালানি ভরতে পারবে৷ তবে চীনের এই নয়া রণতরীকে হুমকি হিসাবেই দেখছে ভারত, জাপান ও তাইওয়ান৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *