বাংলাদেশ ভারত সীমান্তে সুরঙ্গপথের সন্ধান

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারত–বাংলাদেশ সীমান্তে গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছেন বিএসএফ জওয়ানরা। উত্তর দিনাজপুরের চোপড়া থানার ফতেপুর সীমান্ত চৌকি এলাকায় বুধবার সকালে এই সুড়ঙ্গের খোঁজ পান তারা । গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গটি দেখতে পান জোয়ানরা। ৩০০ মিটার লম্বা এই সুড়ঙ্গটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকেছে।


এই সুড়ঙ্গ দিয়ে গরুপাচার করা হত বলে মনে করা হচ্ছে। সুড়ঙ্গের মুখটি সীমান্ত থেকে ভারতের দিকে ২০০ মিটার ভিতরে অবস্থিত। সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পুরনো আটওয়াড়ি গ্রামে উঠেছে এই সুরঙ্গের অন্য মুখটি। উচ্চতায় ৪ ফুট এবং চওড়ায় ২ ফুট এই গর্ত সীমান্ত চৌকি ৪০৬/‌৯–এস–এ অবস্থিত এলাকাটি বিএসএফের অধীনে রয়েছে। সীমান্ত চৌকি থেকে ১৫০০ মিটার দূরে এর বাংলাদেশের মুখটি অবস্থিত। বিএসএফের ১৩৯ ব্যাটেলিয়নের অফিসার জেনারেল দেবী স্মরণ সিং সুড়ঙ্গটি কে বা কারা তৈরি করেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন। গরু পাচারের উদ্দেশ্যেই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে বলে তিনি ধারনা করছেন। সুত্রঃ আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *