চাপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা জারি, অভিযান চলছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র্যাব চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে। বুধবার রাত ৩টা থেকে উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের জেন্ট বিশ্বাসের বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। জঙ্গিরা ভেতর থেকে বোমা ও গুলি ছুঁড়ছে বলে জানা যায়। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ ৩ জনকে গ্রেপতার করেছে। ওই বাড়ীর ভিতরে জঙ্গি রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, ওই বাড়ির ভিতর থেকে সকাল পৌনে ৮টার দিকে অভিযানে অংশগ্রহনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখনই আইনশৃংঙ্খলা বাহিনী নিশ্চিত হয় যে ওই বাড়িতে জঙ্গি অবস্থান করছে। পুলিশ নিরাপত্তার স্বার্থে বাড়ির আশেপাশে কাউকে যেতে দিচ্ছে না বলে জানা যায়। ইতিমধ্য জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান শুরু করবে বলে জানা যায়।