মিশরীয় মহিলার ভারতে ওজন কমানোর অস্ত্রোপচার নিয়ে বিস্ফোরক দাবি তার বোনের
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
বিশ্বের সবচেয়ে স্থূলকায়া মিশরীয় মহিলা ইমন আহমেদ ভারতে ওজন কমানোর অস্ত্রোপচার করাতে এসেছিলেন কয়েক মাস আগে। ইমন আহমেদের বোন সাইমার দাবি, চিকিৎসকরা মিথ্যা কথা বলছেন। ইমন আহমেদের ওজন তেমন কমেনি বলে দাবী করছেন সাইমা। বরং এখন তাঁর শারীরিক পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, মস্তিষ্কও ঠিক করে কাজ করছে না মিশরের এই মহিলার। শ্বাসকষ্টও হচ্ছে। ইমন গত দশ দিন আগে থ্রম্বোসিসে আক্রান্ত হয়েছিলেন।
এছাড়া ইমনের বোন অভিযোগ করছেন, তাঁর আপাকে ফিডিং টিউব দিয়ে খাওয়ানোর কারনে তিনি ঠিক করে নিঃশ্বাস নিতে ও কথা বলতে পারছেন না। সম্প্রতি চিকিৎসকরা ইমনের একটি ছবি প্রকাশ করে দাবী করেন অস্ত্রোপচারের পরে ২৪০ কেজি ওজন কমেছে ইমনের। সাইমা তার জবাবে পাল্টা একটি ভিডিও পোস্ট করে দাবি করেন, চিকিৎসকরা মিথ্যা বলছেন। তিনি চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে মিথ্যাবাদী বলেছেন। পাল্টা জবাবে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ইমনের পরিবার আসলে তাকে ইচ্ছাকৃতভাবে হাসপাতাল রেখে দেওয়ার চেষ্টা করছে। তার কারণ হিসাবে বলছেন মিশরে এধরনের রোগের চিকিৎসার তেমন কোন ব্যবস্থা নাই। আর সেই খরচ বহন না করতেই তার পরিবার এসব দাবি করছে।