চীনে বিতর্কিত মুসলিম নাম নিষিদ্ধ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডতকম

চীনা সরকার সেদেশে শিশুদের উস্কানিমূলক ইসলামী নাম রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে। সবমিলিয়ে ৬০টি নাম নিষিদ্ধ করেছে চীনা কর্তৃপক্ষ। চীনা গোয়েন্দারা জানতে পেরেছেন সেদেশে আইএস ঢোকার চেষ্টা করছে। তাই ইসলামী জঙ্গি  ভাবধারাকে কঠোর হাতে দমন করতেই চীনা সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অনেকে মনে করছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, অনেকেই সে দেশে শিশুদের ‘‌জেহাদ’‌, ‘‌সাদ্দাম’‌ ইত্যাদির মতো নাম রাখছেন। সেই সমস্ত শিশুদের যখন জন্মের প্রশংসাপত্র বানানো হচ্ছে, বা তাদের স্কুলে ভর্তি করা হচ্ছে, তখন অনেকেই তাদের সন্দেহের চোখে দেখছে। চীনা গোয়েন্দাদের মতে, ইসলামী উগ্রবাদকে উস্কে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই সব নাম রাখা হচ্ছে। চীনের শিনজিয়াং প্রদেশের এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘এ রকম উস্কানিমূলক নাম নিয়ে একাধিক অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা বিষয়টির ওপরে নজর রাখছিলাম। কারও ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে না। শুধু দেশের পরিবেশকে স্বভাবিক রাখতেই এই প্রচেষ্টা করা হচ্ছে।’‌ সূত্রঃ আজকাল

Leave a Reply

Your email address will not be published.