লেবার পার্টি জিতলে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করবো- ব্রিটিশ লেবার পার্টির নেতা করবিন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, লেবার পার্টি আগামী ৮ জুনের নির্বাচনে জয়ী হলে সিরিয়ায় বিমান হামলা বন্ধ করবে তার সরকার। তিনি আরও বলেন, তার সরকারের পররাষ্ট্র নীতিতে দেশকেই প্রাধান্য দেওয়া হবে।
আর যদি তিনি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে জেনেভায় শান্তি আলোচনায় বসানোর চেষ্টা করবেন তিনি। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, সিরিয়ার যুদ্ধ আমাদের কারো স্বার্থ রক্ষা করবে না। আসুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির জন্য আলোচনা করি। সূত্রঃ দি ইন্ডিপেন্ডেন্ট