বৈরী আবহাওয়ার কারনে দেশের সবকটি নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দেশব্যপী বৈরী আবহাওয়ার কারনে সারাদেশে নদীগুলোতে নৌযান চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটের নৌ চলাচল বন্ধ থাকবে বলে বিআইডব্লিউটিএ সূত্র থেকে জানা যায়। আবহাওয়া খারাপ থাকায় নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বললে ৬৫ ফুটের বেশি দীর্ঘ নৌযানগুলো চলাচল করতে পারে। আজ সকাল সাড়ে ১০টার সময় রাজধানীতে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। সকাল থেকে ঢাকায় প্রচুর বৃষ্টিপাতও হয়। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে ব্যপক জলাবদ্ধতার সৃষ্টি হয়।