মার্কিন নৌবহর ধ্বংসের হুমকি উঃ কোরিয়ার
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বেশি বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না। চাইলে এখুনি মার্কিন নৌবহর গুঁড়িয়ে দিতে পারি। মার্কিন প্রশাসনকে এভাবেই হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ক্ষমতায় আসীন ‘ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া’–র মুখপাত্র ‘রোডোং সিনমান’–তে বলা হয়েছে, ‘মার্কিন রণতরী বিদঘুটে পশুর মতো দেখতে। চাইলে এখুনি সেটি গুঁড়িয়ে দিতে পারি। তাতে আমাদের সামরিক বাহিনীর ক্ষমতাও বোঝানো যাবে।’
অস্ট্রেলিয়াকেও হুমকি দিয়েছে তারা। বলেছে, ‘আমেরিকাকে অন্ধভাবে অনুসরণ করলে ফল ভাল হবে না। প্রয়োজনে সেখানেও পরমাণু হামলা করবে উত্তর কোরিয়া।’ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ উত্তর কোরিয়ার হুমকির তীব্র সমালোচনা করেছেন।
পেন্টাগন উত্তর কোরিয়ার লাগাতার বেপরোয়া পরমাণু অস্ত্র কর্মসূচির জেরে এপ্রিলের শুরুতে সিঙ্গাপুর থেকে কোরীয় উপদ্বীপে নৌবহর পাঠায়। এছাড়াও মার্কিন বাহিনী পশ্চিম প্রশান্ত মাহাসাগরে ইতিমধ্যেই মহড়া দিতে শুরু করেছে। দুই জাপানি যুদ্ধ জাহাজও তাতে যোগ দিয়েছে। আর তাতেই কিম জং উন প্রশাসনের ক্ষেপেছে। আগামী মঙ্গলবার উত্তর কোরিয়ার সেনা বাহিনীর ৮৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।