টানা ২৫ বছর গাছের পাতা খেয়ে সুস্থভাবে বেঁচে রয়েছেন মেহমুদ বাট

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরজনওয়ালা জেলার বাসিন্দা মেহমুদ বাট টানা ২৫ বছর যাবৎ গাছের পাতা খেয়ে বেচেঁ আছেন। প্রথমে অভাবের তারনায় তিনি দিশাহারা হয়ে পাতা খাওয়া শুরু করেন। ২৫ বছর বয়স থেকে তিনি পাতা ও পাশাপাশি কাঠ খেয়ে আসছেন। এখন তিনি গাধা দিয়ে মাল টানেন। আয় হয় প্রতিদিন ৬০০ রুপির মত। এখন আর তার অভাব না থাকলেও অভ্যাসের কারনে তিনি পাতা খাচ্ছেন। তিনি বেশ সুস্থ্যভাবেই জীবন যাপন করছেন। তার প্রতিবেশীরা জানান তারা কখনো মেহমুদকে ডাক্তারের কাছে যেতে দেখেননি।

গাধা দিয়ে মাল টানার সময় রাস্তায় গাছের পাতা দিয়েই খাবার সেরে নেন। মেহমুদ জানান, বট, অশত্থ জাতীয় গাছ থেকে কাঠ সংগ্রহ করে খান তিনি। এমন অভ্যাসের জন্য নিজের এলাকায় বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.