টংগীতে অপরাধীদের ধরতে ব্যপক অভিযান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গীর ১৫টি ওয়ার্ড থেকে ২০জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের পাঁচ শতাধিক সদস্য এ অভিযানে অংশ নেয় বলে জানা যায়।
প্রত্যেক ওয়ার্ডে একজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক, একজন সহকারী উপ-পরিদর্শক সহ ২০জন কনস্টেবল এ অভিযান অংশ গ্রহন করে। আর সরাসরি তত্বাবধানে রয়েছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুপুর ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযানে ২০জন মাদক সেবনকারীসহ বিভিন্ন অপরাধীদের আটক করা হয়েছে। তবে জঙ্গি সংশ্লিষ্টতা আছে এমন কাউকে পুলিশ এ অভিযানে আটক করতে পারেনি। এ অভিযানকে কেন্দ্র করে টংগীতে সাধারন মানুষের মধ্য আতংঙ্ক বিরাজ করে।