সামনের মাসেই তৃতীয় বিশ্বযুদ্ধ!

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

তৃতীয় বিশ্বযুদ্ধের নাকি বাকি আর মাত্র কয়েকদিন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ১৩ মে, ২০১৭ থেকে। এমনটাই দাবি করছেন, আমেরিকার টেক্সাস নিবাসী স্বঘোষিত ‘‌ঈশ্বরের দূত’‌ হোরাশিও ভেগাস। তার দাবি, যুদ্ধ চলবে ৫ মাস ধরে। আর এ সবই তিনি ‘‌দৈব স্বপ্নে’‌ দেখেছেন। ভেগাস এর আগেও একাধিক সফল ভবিষ্যদ্বাণী করেছেন।

২০১৫ সালে তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। আরও বলেছিলেন যে, ট্রাম্প সিরিয়া আক্রমণ করবেন এবং সেই হামলাকে কেন্দ্র করেই রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বে মার্কিন মুলুক। সিরিয়ার পরে উত্তর কোরিয়াই যে মার্কিন প্রেসিডেন্টের নিশানা, সে বিষয়েও নিশ্চিত তিনি। ভেগাস আরও বলেছেন, ‘‌আমার কথা ব্যর্থ হবে না। ঈশ্বর আমাকে একাকী রেখেছেন। কোনও সন্তান দেননি। এর কারন একটাই, যাতে আমি একাগ্রতার সঙ্গে ঈশ্বরের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি।’

তবে অনেকেই মনে করছেন, সামনের মাস পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি আসলে শুরুই হয়ে গিয়েছে। চীন সাগরে চাপা উত্তেজনা। সিরিয়াকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার চাপা উত্তেজনা— ইত্যাদি নানা ঘটনাই নাকি তার সাক্ষ্যবহন করছে।‌ খবরঃআজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *