বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের নতুন অধিনায়ক সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-২০ ফরমেটের অধিনায়ক করা হয়েছে। আজ শনিবার বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের নাম ঘোষনা করেন। মাশরাফি টি-২০ অধিনায়কত্ব ছেড়ে দিলে সাকিব পরবর্তী অধিনায়ক হতে পারে বলে শুনা যাচ্ছিল। আজকে তার নাম ঘোষনার মধ্য দিয়ে জল্পনা বাস্তব হল।
অবশ্য সাকিব আইপিএল খেলতে এখন ভারতে রয়েছেন। তবে সেখানে থেকেই তিনি টি-২০ অধিনায়ক নির্বাচিত হওয়ার কথা শুনেছেন। ১৯৮৭ সালের ২৪শে মার্চ মাগুরায় তার জন্ম।