বরিশালে গ্রীন লাইন-২ যাত্রীবাহী জাহাজের সাথে কার্গো জাহাজের সংঘর্ষ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গ্রীন লাইন-২ যাত্রীবাহী ওয়াটার বাসের সাথে মাসুম-মামুন নামের একটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে কার্গোটি ডুবে গেলেও গ্রীন লাইন-২ জাহাজটি আংশিক নিমজ্জিত হয়। তবে গ্রীন লাইন-২ এর যাত্রীরা অক্ষত আছেন। আজ বিকাল ৪টার দিকে কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

ওই ওয়াটার বাসের যাত্রী সূত্রে জানা যায়, গ্রীন লাইন-২ নামের যাত্রীবাহী ওয়াটার বাসটি চার শতাধিক যাত্রী নিয়ে বরিশাল থেকে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বরিশাল থেকে ছাড়ার এক ঘণ্টা পর লামছড়ি মোড় ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা কার্গোটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কার্গোটি ডুবে যায়। তবে গ্রীন লাইন-২ এর তলা ফেটে যায়। চালক ততক্ষণে গ্রীন লাইনের ওয়াটার বাসটি নদীর তীরে নিয়ে যেতে সক্ষম হন। যাত্রীরাও সকলে তীরে নেমে যেতে সক্ষম হন। কেউই গুরুতর আহত হননি। সেখান থেকে যাত্রীদের নিয়ে আসার জন্য আরেকটি লঞ্চ পাঠানো হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.