দুবাই এয়ারপোর্টে জুলাই থেকে চালু হতে যাচ্ছে স্কাই টেক্সি

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

দুবাইয়ে যাত্রীদের সময় বাঁচাতে ও ট্র্যাফিক জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে আসছে স্কাই-ট্যাক্সি৷ এই নয়া ট্যাক্সি মাটিতে চলবে না, বরং আকাশে উড়বে৷ তবে নামেই ট্যাক্সি, বাস্তবে এটি হল একধরনের ড্রাইভার-লেস ড্রোন হেলিকপ্টার৷ আসছে জুলাই মাস থেকে দুবাই এয়ারপোর্টে এই স্কাই-ট্যাক্সির সার্ভিস শুরু হতে যাচ্ছে৷ আর এ খবর জানিয়েছে, দুবাই শহরের সড়ক ও পরিবহণ এজেন্সি৷

১০০ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহনে সক্ষম এই ড্রোনটি বানিয়েছে চীন৷ এই ড্রোন আকাশে প্রায় ৩০ মিনিট উড়তে পারবে৷ ডিমের মতো দেখতে এই বাহনে রয়েছে আটটি প্রপেলার্স৷ একজন যাত্রী ওই ট্যাক্সিতে বসে, ভিতরের টাচ স্ক্রিন ছুঁয়ে নিজের গন্তব্য বেছে নিতে পারবেন৷ একবার গন্তব্য বেছে নিলে এই স্কাই-ট্যাক্সি স্বয়ংক্রিয়ভাবেই উড়ে যাবে আপনার গন্তব্যে৷ তবে এধরনের ড্রোনের ভিতরে অন্য কোনও কন্ট্রোল সিস্টেম নেই। খবরঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published.