রাশিয়ার দুটি যুদ্ধ বিমানের আমেরিকার আকাশ সীমা লংগনের অভিযোগ
অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম
২৪ ঘন্টার ব্যবধানে দুইবার রুশ বোমারু বিমান মার্কিন আকাশসীমায় প্রবেশ করেছে। গত মঙ্গলবার আলাস্কা উপকূল থেকে ৪১ মাইল দূরে দু’টি রুশ টিইউ-৯৫ বিয়ার বম্বারকে টহল দিতে দেখা যায়। এর আগে সোমবারও দুটি মার্কিন এফ-২২ ফাইটার জেট ওই একই ধরনের রুশ বিমানকে তাড়া করে ফেরত পাঠিয়েছে বলে জানা যায়।
সিএনএন জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয় এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। দ্বিতীয়বার রুশ বোমারু বিমান আলাস্কা উপকূলের কাছে দেখা গেলে একটি মার্কিন ই-৩ পর্যবেক্ষনকারী বিমান তাদের তাড়া করে। তবে দু’বারই রাশিয়া একই বিমান পাঠিয়েছিল কি না, সেটা এখনও স্পষ্ট নয়।
মঙ্গলবার দুটি টিইউ-৯৫ বোমারু বিমান আলাস্কার বিমান ঘাঁটির খুব কাছ দিয়ে উড়ে যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের দুই উচ্চপদস্থ কর্মকর্তা এই ঘটনাকে ‘মামুলি’ বলে উল্লেখ করেছেন। তবে বিমান বাহিনীর আরেকটি সূত্রের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বোমারু বিমান পাঠিয়ে আমেরিকাকে সতর্ক করলেন। মার্কিন আকাশসীমার খুব কাছ দিয়ে উড়ে গিয়ে পেশিশক্তির আস্ফালন দেখিয়ে গেল রুশ বিমান বাহিনী। মার্কিন যুদ্ধবিমান এই ঘটনার পর আলাস্কায় আকাশপথে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।