নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দলপুরে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

আজ দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দলপুর গ্যাস খনন প্রকল্পের ২ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হইয়েছে। উক্ত প্রকল্পের উদ্বোধনকালে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশদ ইসলাম জানান, অত্যন্ত সফলতার সাথে দেশের এ গ্যাস কূপের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। তবে কি পরিমাণ গ্যাস এই প্রকল্পে মজুদ আছে তার কোন ধারনা দিতে পারেননি তিনি।
উল্লেখ্য ২০০৪ সালের অক্টোবর মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়। এই গ্যাস ক্ষেত্রের ৩ হাজার ২০০ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়।  তবে ১ হাজার ৪০০ মিটার গভীরতায় যে স্তরটি আছে তাতে সবচেয়ে বেশী গ্যাস আছে। আর এই স্তর থেকেই পরীক্ষামুলক গ্যাস উত্তোলন করা হচ্ছে। সূত্রঃইত্তেফাক

 

 

Leave a Reply

Your email address will not be published.