আইসিসি চ্যাম্পিয়ন ট্রপি ২০১৭ এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আইসিসি চ্যাম্পিয়ন ট্রপি ২০১৭ এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা করেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন শুভাগত হোম ও নুরুল হাসান। অপরদিকে দলে জাগা পেয়েছেন সফিউল ইসলাম।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ১৫ সদস্যের বাংলাদেশ দলের ঘোষনা দেন। দলে রয়েছেন-তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহাম্মদউল্ল্যা রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুরতজা (ক্যাপ্টেন), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহম্মেদ, সানজামানুল হক, মেহেদী হাসান ও সফিউল ইসলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
অপরদিকে মে মাসের মধ্যভাগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সি্রিজে জাগা পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। চ্যাম্পিয়ন ট্রপির জন্য অপেক্ষমান চারজনের তালিকায়ও রয়েছেন নাসির।