আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
৩৯ বসর বয়সের এক বন্দুকধারীর গুলিতে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে ৩ জন নিহত হয়েছে। নিহত সবাই মার্কিন নাগরিক। কোরি আলি মহম্মদ নামের বন্দুকধারী ওই ব্যক্তিকে পুলিশ প্রায় সাথে সাথেই গ্রেপতার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে৷ জানা গেছে, লার্জ ক্যালিবার হ্যান্ডগান দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ব্ল্যাক জেসাস নামে পরিচিত ওই ব্যক্তি৷ স্থানীয় পুলিশ প্রধান জেরি ডায়ার জানিয়েছেন, গুলির আঘাতেই ৩ জনের মৃত্যু হয়েছে৷ পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়ার সময় ‘আল্লা-হু-আকবর’ বলে চিৎকার দিচ্ছিল সে৷
মার্কিন পুলিশের খাতায় মহম্মদের নাম দাগী অপরাধী হিসেবে রয়েছে৷ খুন, জখম, রাহাজানি থেকে মাদক চোরাচালান, হেন কোনও মামলা নেই যা তার বিরুদ্ধে নেই বলে জানা গেছে৷ কিছুদিন আগে শহরের এক মোটেলে গুলি চালানোর অভিযোগে এমনিতেই তাঁকে খুঁজছিল পুলিশ৷ আপাততঃ পুলিশ এই হামলাকে জঙ্গি হামলা বলছে না৷ তারা ধারনা করছেন, বর্ণ বিদ্বেষের কারণেই এই হামলা চালিয়েছে সে৷