৮ জুন অন্তর্বর্তী নির্বাচন ডাকলেন টেরেসা মে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচনের কথা ঘোষণা দিলেন। ৮ জুন এই নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন। তাঁর এই ঘোষণায় সেখানকার রাজনৈতিক মহল অবাক। ২০১৫ সালে সাধারণ নির্বাচন হয়েছে ব্রিটেনে। সেই হিসেবে ২০২০ সালে পরবর্তী নির্বাচন হওয়ার কথা। নির্ধারিত সময়ের এত আগে নির্বাচন ডাকা প্রায় নজিরবিহীন। আর টেরেসা মে বেশ ভালভাবেই সরকার চালাচ্ছেন। সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়েও সরকারের সামনে কোনও বাধা নেই। সংসদ ভেঙে অন্তর্বর্তী নির্বাচনের ডাক দেওয়া হয় সাধারণত সংকট দেখা দিলে।


মঙ্গলবার ডাউনিং স্ট্রিটে সাংবাদিক সম্মেলনে অন্তর্বর্তী নির্বাচনের সিদ্ধান্ত প্রসঙ্গে টেরেসা মে বলেছেন, বিরোধীরা তাঁর ব্রেক্সিট নিয়ে আলোচনায় বাধা দিচ্ছে। স্বাধীনভাবে তিনি আলোচনা চালাতে পারছেন না ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদ নিয়ে। এই অবস্থায় নির্বাচন ডাকা ছাড়া কোনও পথ ছিল না।

Leave a Reply

Your email address will not be published.