কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পাশাপাশি সাক্কুর মালামাল ক্রোকেরও আদেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র আমলে নিয়ে আজ এ আদেশ দেন।
উল্লেখ্য ২০০৮ সালের ৭ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতা বাদী হয়ে রমনা থানায় সাক্কু ও তাঁর স্ত্রী আফরোজা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক নুরুল হুদা গত বছরের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ৩০ মার্চ মনিরুল হক সাক্কু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন। তার বাবা রাজাকার ছিল বলে বিভিন্ন সুত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *